ক্যাম্টএশিয়া টিউটোরিয়াল ৩(রেকর্ডার প্রিভিউ ও ক্যাম্টএশিয়া স্টুডিওতে কাজ শুরু করা)

রেকর্ডার প্রিভিউ খুব একটা জরুরী কোন ব্যাপার না। কারণ এখানে কোন ভিডিও এডিট করা যায় না। আপনি যদি আপনার রেকর্ডকৃত অংশটা কোন প্রকার এডিটিং ছাড়াই AVI ফরমেটে রেকর্ড করতে চান তাহলে প্রিভিউ উইনডো থেকে সরাসরি Produce (৮)বাটনে চাপ দিয়ে সেভ করে ফেলতে পারেন।

রেকর্ডার প্রিভিউ

কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপনার রেকর্ডকৃত স্কিনটা এডিট করা লাগবে, সেক্ষেত্রে আপনাকে Save and Edit (৭)বাটন চাপ দিতে হবে।

এখানে মূলত আপনার কাজ এটুকুই।

এছাড়া
(১) নাম্বার অংশ থেকে আপনার রেকর্ডকৃত অংশের দৈর্ঘ্য কতটুকু তা দেখতে পাবেন।

(২) নাম্বার অংশ থেকে আপনার প্রিভিউ ভিডিওর সাইজ নিয়ত্রন করতে পারবেন।

(৩) নাম্বার অংশ থেকে প্রিভিউ ক্লিপের একদম শুরুতে যেতে পারবেন।

(৪) নাম্বার অংশ প্লে/পজ

(৫) নাম্বার অংশ থেকে প্রভিউ ক্লিপের একদম শেষে যেতে পারবেন।

(৬) নাম্বার অংশ থেকে সেভ ফাইলের ফরমেট নির্দিষ্ট করে দিতে পারবেন।

রেকর্ডকরা অংশটা যদি পছন্দ না হয় তাহলে এখানে থেকে (৯) মুছে ফেলতে পারবেন।

 

মূলত এখানে আমাদের কাজ হচ্ছে Save and Edit (৭) এ চাপ দিয়ে camrec ফরমেটের ফাইলটা সেভ হবার জায়গা দেখিয়ে দেওয়া।

ক্যাম্টএশিয়া স্টুডিওতে কাজ শুরু করা

ক্যাম্ট এশিয়া রেকর্ডার থেকে Save and Edit বাটন দিয়ে সেভ করার পরপরই রেকর্ড হওয়া ভিডিওটা ক্যাম্টএশিয়া স্টুডিওতে ওপেন হবে।

এখান থেকেই মূলত আমাদের এডিটিং এর কাজ শুরু হবে।

ক্যাম্ট এশিয়া স্টুডিওর শুরুতেই Editing Dimensions দেখিয়ে দেওয়া লাগবে।(২য় ছবি)

২য় ছবি (Editing dimensions)

এখানে দেখেন বেশকিছু প্রি-সেট ডাইমেনসন দেওয়া আছে (৩)। আমি এখান থেকে ৯০০*৭২০ ই সবচাইতে বেশি ব্যবহার করি। আপনি আপনার প্রয়োজন অনুসারে এটা ঠিক করে দেবেন(১)। যেমন যদি আপনি ভিডিওটা বড় পর্দা যেমন প্রজেক্টরে দেখাতে চান তাহলে ডাইমেনশন বাড়িয়ে দেবেন। আবার যদি ভিডিও সাইজ ছোট করতে চান তবে ডাইমেনশন কমিয়ে দেবেন।

Keep aspect ratio (২) তে ঠিক চিহ্ন দেওয়া থাকলে ভিডিওটার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত সবসময় ঠিক থাকবে।

আবার ব্যাবগ্রাউন্ড কালার থেকে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার (৪) মানে যে অংশে কোন ছবি থাকবে না সেখানে কি কালার দেখাবে তা ঠিক করে দিতে পারবেন।

এই সেটিং গুলো ঠিক করে দিয়ে ok (৫)বাটন চাপদিয়ে আপনাকে এডিটিং এর কাজ শুরু করতে হবে।

 

 

 

ক্যাম্ট এশিয়া টিউটোরিয়াল ১ (প্রস্তুতি)

 

ক্যাম্টএশিয়া টিউটোরিয়াল ২(রেকর্ডিং)

 

ক্যাম্টএশিয়া টিউটোরিয়াল ৩(রেকর্ডার প্রিভিউ)

 

Leave a Comment