স্বাগতম আজকের পর্বে। আজকে আমি ড্রুপাল থিম ইন্সটল এবং ড্রুপাল এর বিভিন্ন থিম পাওয়ার কিছু সাইট শেয়ার করবো আপনাদের সাথে 😀 তাহলে চলুন শুরু করি 😉
ড্রুপাল এর নিজসস হাজার হাজার থিম আছে 😀 তাদের থিম সেন্টার এ। এছাড়াও বিভিন্ন সাইট এ ফ্রী তে অনেক ড্রুপাল এর থিম পাবেন। আপনি ইচ্ছা করলে ড্রুপাল এর প্রিমিয়াম থিম ও টাকা দিয়ে কিনতে পারবেন।আমি কিছু ড্রুপাল এর সাইট এর লিঙ্ক দিয়ে দিলাম।
http://imagexmedia.com/blog/2012/1/imagex-media-top-ten-modules-and-themes-2011
http://www.ostraining.com/blog/drupal/10-drupal-themes/
http://www.tripwiremagazine.com/2012/08/drupal-7-themes.html
http://mashable.com/2010/11/11/free-drupal-themes-business/
এছারাও হাজার হাজার থিম গুগল মামুর কাছে চাইলেই পেয়ে জাবেন 😛
ড্রুপাল এ থিম ইন্সটল, এডিট, পরিবর্তন, ডিলিট ইত্যাদি যেকোনো কিছু করতে হলে আপনাকে প্রথমে অ্যাডমিন প্যানেল থেকে এপিয়ারেন্স (appearance) এ গিয়ে করতে হবে।
এখানে দেখুন আমাদের ইনাবল করা থিম এর নাম দেয়া আছে। Bartik এইটা হচ্ছে আমাদের বর্তমানের থিম । আসেন আমরা এই থিম পরিবর্তন করি।
প্রথমে ইন্সটল নিউ থিম এ ক্লিক করি।
এরপরে আপনি যেই থিম ডাউনলোড করেছেন তা ব্রাউজ করে দেখিয়ে দিয়ে ইন্সটল এ ক্লিক করি 😀
তাহলেই হয়ে যাবে । 😀 আপনি ইচ্ছা করলে সি প্যানেল থেকেও এইটা করতে পারবেন 😀
প্রথমে ফাইল ম্যানেজার এ গিয়ে পাবলিক এফটিপি তে যান। এরপর থিম ফোল্ডার এ যান।
এবার আপনার ডাউনলোড করা থিম এইখানে আপলোড করে এক্সট্রাক করুন।
তাহলেই হয়ে যাবে থিম ইন্সটল 😀 এখন শুধু থিম ইনাবল করা বাকি 😀 এ জন্য। আপনার অ্যাডমিন প্যানেল থেকে Appearance এ যান
Set as Default এ ক্লিকান 😀 তাহলে হয়ে গেছে।
এছারাও আপনি থিম আপডেট করতে এইখানে ক্লিকান :Dআমার সব আপডেট করা আছে। তাই All of your projects are up to date লেখা উঠেছে 😛
আর সেটিংস এ গিয়ে আপনি আপনার থিম এর মেনু, সাইডবার ইত্যাদি কাস্টমাইজ করতে পারবেন 😀
আজকে এই পর্যন্ত 😀 এর পরের পর্বে ড্রুপাল এর ইউজার কিভাবে অ্যাড করতে হয়,অ্যাডমিন পাওয়ার দিতে হয় ইত্যাদি নিয়ে দেখবো।
Drupal দিয়ে কি বাংলা web site তৈরী করা যাবে? কিভাবে বাংলা লিখব একটু জানালে খুব উপকার হত। আপনার ব্লগগুলো পরে Drupal সম্বন্ধে ভাল ধারনা হয়েছে। ধন্যবাদ।
অবশ্যই ড্রুপাল দিয়ে বাংলা ওয়েবসাইট তৈরি করা যাবে 😀 এজন্য আপনাকে বাংলা ভাষা সাইট এ ইন্সটল করতে হবে। 🙂 এটি নিয়ে খুব তারাতারি একটি পোস্ট দিবো । আশা করি পরবেন। ধন্যবাদ।
@sm monir hossain
Wow, wonderful blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your site is excellent, let alone the content!. Thanks For Your article about ডà§à¦°à§à¦ªà¦¾à¦² থিম ইনà§à¦¸à¦Ÿà¦² !!!! (পরà§à¦¬-à§®) | টিউটোরিয়ালবিডি .
ভাল পোস্ট । সহজ- সরল ভাষায় , চমৎকার
শুভকামনা
ধন্যবাদ