ফেসবুকে ডিলেট করা ছবি এখন থেকে চিরতরে মুছে যাবে

ফেসবুক এ  কোন কিছু শেয়ার করা বা ইন্টারনেটে কোন কিছু ছড়িয়ে পড়লে তা সম্পূর্ণ ডিলেট করা প্রায় অসম্ভব। বিশেষ করে আপনি যদি কোন ছবি ফেসবুক এ আপলোড করেন তাহলে তা এতদিন ইচ্ছা করলেও চিরতরে ডিলেট করতে পারবেন না।

 

 

কিছুদিন আগেও আপনার ডিলেট করা ছবির লিঙ্ক দিয়ে ডিলেট করা ছবি দেখার ব্যবস্থা ছিল। অর্থ্যাৎ আপনার ছবির ইমেজ URL লিঙ্ক দিয়ে ডিলেট করা ছবিও যে কেউ ইচ্ছা করলে দেখতে পারতো। তাই আগে আপনার প্রোফাইলে নেই এমন ছবি বা কেউ আপনার ছবি একবার আপলোড করেছিল কিন্তু পরে ডিলেট করে দিয়েছে তা লিঙ্ক দিয়ে ডিলেট করার পরেও দেখা যেত। কারণ ঐ ছবি ফেসবুক সার্ভারে তখনও সেভ হয়ে থাকতো।

তবে আনন্দের সংবাদ হচ্ছে এখন থেকে ডিলেট করা ছবি কিছুদিনের মধ্যেই ফেসবুক সার্ভার থেকে চিরতরে ডিলেট হয়ে যাবে।

চলুন দেখা যাক ভিডিওতে বিস্তারিত

http://mashable.com/2012/08/17/facebook-permanently-delete-pictures/

ফেসবুক এর বিরুদ্ধে প্রাইভেসি নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক ছিল। এই উদ্দ্যেগ হয়তো তার কিছুটা কমাবে। তবে ফেসবুক এর একাউন্ট ডিলেট করার পরেও তা ফেসবুক সার্ভারে জমা থাকে। দেখা যাক এটা পারমানেন্ট ডিলেট করার উদ্দ্যেগ কবে থেকে নেয়।

Leave a Comment