ভেরিয়্যাবলের ব্যবহার যোগ করার সহজ প্রজেক্ট (প্রগ্রামিং সি পর্ব-৪)

আগের পর্বে কনস্ট্যান্ট ও  ভেরিয়্যাবল এর উপর ধারনা লাভ করেছি। এখন দেখবো কিভাবে সি প্রগ্রামে খুব সহজে দুটি সংখ্যা যোগ করা যায় ।

প্রথমে তিনটি ইন্টিজার টাইপের ভেরিয়্যাবল num1,num2 ও sum নিতে হবে-

প্রকাশ করার নিয়ম হলো:

int num1;

int num2;

int sum;

এখন কীবোর্ড থেকে num1 এবং num2 এর মান নিতে হবে:

এক্ষেত্রে scanf() ফাংশনটি ব্যবহার করতে হবে। এই ফাংশনটির মাধ্যমে সরাসরি কীবোর্ড থেকে কোন ভেরিয়্যাবলের মান নেয়া যায়।

scanf(“%d”,&num1);

scanf(“%d”,&num2);

উপরের দুটি বাক্যে %d দিয়ে ইন্টিজারের এর মান বুঝানো হয়েছে। ডাবল কোলনের মাঝে রাখতে হবে এটি। তারপর একটি কমা দিয়ে &num1 লিখতে হবে। অবশ্যই শেষে সেমিকোলন দিতে ভুলবেন না যেন।

এবার

sum=num1+num2;

লিখতে হবে। সহজেই বুঝতে পারছেন –  sum ভেরিয়্যাবলের মধ্যে num1 ও num2 যোগফলের মান রাখা হচ্ছে। এখন sum এর মান প্রিন্ট করলেই হলো।
printf(“Sum is: %d”,sum);

তাহলে সম্পুর্ণ প্রগ্রামটা দাড়ালো:

#include<stdio.h>

#include<conio.h>

int main()

{

int num1;

int num2;

int sum;

printf(“Enter num1 and num2\n”);

scanf(“%d”,&num1);

scanf(“%d”,&num2);

sum=num1+num2;

printf(“The sum is %d”,sum);

getch();

}

বাংলা ভিডিও টিউটরিয়ালটিতে এই অংশটুকুই আলোচনা করা হয়েছে। যাদের স্পিড ভালো এবং ভিডিওতে সুবিধা মনে করেন তাদের জন্য।

সবাইকে পরবর্তি পর্বের আমন্ত্রন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার মতামতের আশা রাখছি। সি এর বসদের সমাধান সহ মতামত আরও বেশি প্রয়োজন।

9 thoughts on “ভেরিয়্যাবলের ব্যবহার যোগ করার সহজ প্রজেক্ট (প্রগ্রামিং সি পর্ব-৪)”

  1. vai apner post ta khub valo legese,r uporer program er sahajje biog,gun ,vag o kora jai khali akta line poriborton korte hobe sheta hole
    sum=num1+num2 er jaigai sum=num1-num2 bioger er khetre ar guner khetre sum=num1*num2 ar vager
    sum=num1/num2;

  2. ভাইয়া আমি প্রোগ্রামিং সি নিয়ে পোস্ট করতে চাই,যেহেতু আপনি এ বিষয় পোষ্ট করতেছেন তাই আমি আপনার কাছে অনুমতি চাইলাম।

  3. প্রাসঙ্গিক বলে শেয়ার করছি, সি প্রোগ্রামিং নিয়ে এখানে একটা পূরো টিউটোরিয়াল আছে। বেশ লম্বা সময় নিয়ে লেখা হয়েছে আর যত্ন করে লেখা হয়েছে নতুনদের জন্য।

Leave a Comment