ওয়েব সার্ভারে ডাটাবেজ তৈরীর মাধ্যমে ড্রুপাল সেটআপ (পর্ব-৫)

স্বাগতম আজকের পর্বে। এই পর্বে সার্ভারে ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে ড্রুপাল সেটআপের পদ্ধতি দেখানো হবে। এইজন্য দরকার একটা ওয়েব হোস্টিং যা কিনা পিএইচপি এবং মাইএসকিএল সাপোর্ট করে। বর্তমানের সব সার্ভার এই পিএইচপি মাইএসকিউএল সাপোর্ট করে । তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের পর্ব দেখি 😀

প্রথমে আমরা আমাদের প্রিয় সিপ্যানেল এ লগইন করি 😀

এবার প্রথমে আমার আমাদের ডাটাবেজ তৈরি করে  মাইএসকিউএল এ গিয়ে 😀

এখানে আপনার ডাটাবেজ এর নাম , ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ডাটাবেজ তৈরি করবেন 😀

আর All Privileges এ যেন টিক মার্ক দেয়া থাকে সেইদিকে খেয়াল করবেন 😉

এবার ড্রুপাল এর জিপ ফাইল ডাউনলোড করেন। নিচের লিঙ্ক থেকে
ডাউনলোড লিঙ্ক

এবার আপনার সিপ্যানেল এর ফাইল ক্যাটাগরর ফাইল ম্যানেজার এ যান।

এবার আপনি public_ftp তে ড্রুপাল এর জিপ ফাইলটা আপলোড করেন।

আপলোড করার সময় এভাবে দেখাবে আপনার কতোখানি আপলোড হয়েছে। নেট স্পীড ভাল থাকলে অনেক দ্রুত আপলোড হয় :Dভ

আপলোড হওয়ার পরে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করুন।

এবার আপনার সাইট এ ঢুকেন । তাহলে ইন্সটল এর অপশন আসবে। 😀

এবার ডাটাবেজ এর নাম, ইউজার নেম আর পাসওয়ার্ড দিন যেটা বানিয়েছেন।

এবার আপনার সাইট এর নাম আর ইমেইল ইউজার, নেম, পাস দিন 😀

ইন্সটল শেষ 😀

আজকে এই পর্যন্তই 😀 খুব তাড়াতাড়ি নতুন পর্ব নিয়ে হাজির হব আশা করি 😀

2 thoughts on “ওয়েব সার্ভারে ডাটাবেজ তৈরীর মাধ্যমে ড্রুপাল সেটআপ (পর্ব-৫)”

  1. স্বপন চিশতী

    দিপ্ত ভাই,
    ড্রুপাল দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
    আপনার মঙ্গল কামনা করি।

Leave a Comment