থ্রিডি স্টুডিও ম্যাক্সে Teapot আকৃতির অবজেক্ট তৈরি

থ্রিডি স্টুডিও ম্যাক্স এর ভিউপোর্ট এ Teapot আকৃতির অবজেক্ট তৈরির জন্য Geometry ক্যাটাগরির Standard Primitives গ্রুপের Teapot অপশনের সাহায্যে ব্যবহারকারির প্রয়োজন মতো Teapot আকৃতির অবজেক্ট তৈরি করতে পারবেন। ভিউপোর্টে অবজেক্ট তৈরির জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন-

1. Create Panel থেকে Standard Primitives এর অধীনে Teapot বাটনে ক্লিক করুন।

২. এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে যে কোন একটি ভিউপোর্টকে অ্যাকক্টিভ করুণ। তারপর মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ড্রাগ করুন তাহলে ভিউপোর্টে নিচের ছবির মতো একটি Teapot অবজেক্ট দেখা যাবে।

৩. Teapot অবজেক্টের রং পরিবর্তনের জন্য Name and Color অংশ থেকে ডানপাশে যে কালারটি দেখা যাচ্ছে সেটিতে ক্লিক করুন। ক্লিক করার ফলে নিচের ছবির মতো Object Color নামে একটি ডায়ালগ বক্স আসবে।

ডায়ালগ বক্সটি থেকে আপনার পছন্দের রংটি মাউস দিয়ে সিলেক্ট করুন এবং OK বাটনে ক্লিক করুন। তাহলে Teapot টির রং বদলে যাবে।

৪. Parameters Rollout থেকে Smooth চেকমার্ক বক্সের টিক চিহ্নটি উঠিয়ে দিলে Teapot টির স্মুথনেস চলে যাবে এবং Teapot টি নিচের ছবির মতো দেখা যাবে।

৫. Parameters Rollout এ লক্ষ্য করলে দেখবেন নিচের ছবির মতো Teapot Parts নামে অপশন আছে।

এই অপশন গুলো থেকে যদি টিক চিহ্ন উঠিয়ে দেওয়া হয় তাহলে ভিউপোর্ট থেকে টি-পটের  উক্ত অংশ গুলো দেখা যাবে না। এখানে আমি Handle এবং Spout দুইটির টিক চিহ্ন তুলে দিয়েছি এজন্য উক্ত Teapot টি নিচের ছবির মতো দেখাচ্ছে-

৬. যদি Teapot টির Size বা আকার পরিবর্তন করতে চান তাহলে Radius অংশে মান পরিবর্তন করে তা করতে পারেন।

Leave a Comment