১২টি ফ্রী অনলাইন সার্ভিস এবং টুলস Text To Speech কনভার্ট করার জন্য

এই পোস্টে কিছু ফ্রী ওয়েব বেজড সার্ভিস পাবেন যেখানে আপনারা টেক্সট টু স্পিসে কনভার্ট করতে পারবেন। বর্তমান সময়ে অনেকেই অনলাইনে আর্টিকেল পড়ার চেয়ে শুনতে বেশি পছন্দ করে থাকে। এছাড়াও সময় বেশি লাগার পাশা পাশি বোরিং ও লাগে মাঝে মাঝে। এ কারণে অনেকেই এখন টেক্সটকে স্পিসে কনভার্ট করতে বেশি পছন্দ করে।

টেক্সট টু স্পিস সম্পর্কে বুঝতে যাদের সমস্যা হচ্ছে তাদের বলি এই সার্ভিস হলো, আপনি যদি কোন ইংরেজি টেক্সটকে ভয়েসের মাধ্যমে শুনতে চান তাহলে এই সার্ভিস আপনার কাজে দিবে। বাংলা সাপোর্ট করে না। 🙁

তো এই ফ্রী ওয়েব বেজড সার্ভিস আপনি ব্রাউজার থেকেই উপভোগ করতে পারবেন। এই সার্ভিসের মাধ্যমে আপনি সময় অনেক সেভ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।

Text2Speech

বক্সে আপনার টেক্সটটি দিন তারপর পছন্দ মতো ভয়েস সিলেক্ট করে দিন। এবার কনভার্ট করার পর mp3 ফাইল পাবেন যা পিসিতে ডাউনলোড করে শুনতে পারবেন যেকোন সময়। 😀

Abc2Mp3

এটাও আগের টার মতোই। বক্সে আপনার টেক্সটটি দিন তারপর পছন্দ মতো ভয়েস সিলেক্ট করে দিন। এবার কনভার্ট করার পর mp3 ফাইল পাবেন যা পিসিতে ডাউনলোড করে শুনতে পারবেন যেকোন সময়। কোন রকম রেজিস্ট্রেশন করার ঝামেলাও নেই।

ImTranslator

এই ওয়েব বেজড টুলে অনেক রকম সার্ভিস আছে বলা যায়। এক সাথে একাধিক কাজ করতে এই টুলটি আদর্শও হতে পারে। যে সব সার্ভিস পাবেন তা হলো, virtual keyboard, translator, dictionaries, spell-checker এবং অন্যান্য।

YakiToMe

ফ্রী টেক্সট রিডার। homework, PowerPoint presentations, emails, RSS feeds, blogs, ডকুমেন্ট ইত্যাদি শুনতে পারবেন। ই-লার্নিং এর জন্য অন্যতম একটি সার্ভিস হতে পারে এটা, যা দিয়ে শিখতে পারেন নতুন কোন ভাষা, কোন ডকুমেন্টের প্রুফ রিডিং করতে পারেন, মাল্টি টাস্ক এবং বিনোদন। এটা অনেক ভাষাই সাপোর্ট করে। যেমন ইংলিশ,স্পেনিশ,ফ্রেঞ্চ এবং জার্মান আর সাথে থাকছে পুরুষ, মহিলা কন্ঠ। বিশ্বের সেরা টেক্সট টু স্পিস (TTS) সফটওয়্যার টেকনোলজি ব্যবহৃত এই টুলে।

Balabolka

এটাও Text-To-Speech (TTS) প্রোগ্রাম। আপনার কম্পিউটারে ইন্সটলকৃত সকল ফরম্যাটই সাপোর্ট করবে বলা যায়। আপনার টেক্সটটি WAV, MP3, MP4, OGG অথবা WMA file ফরম্যাটে সেভ করতে পারবেন।  এই প্রোগ্রামটি অনেক ধরণের কন্টেন্ট রিড করতে পারে যেমন, AZW, CHM, DjVu, DOC, EPUB, FB2, HTML, LIT, MOBI, ODT, PRC, PDF এবং RTF ফাইল, কাস্টমাইজ ফন্ট ইত্যাদি।

ImTranslator

এটা ন্যাচারাল সাউন্ডিং টেক্সট টু স্পিস সিস্টেমে কাজ করে যা খুব তাড়াতাড়ি ট্রান্সলেট করার পাশাপাশি পড়তেও পারে মাত্র এক ক্লিকে!

ISpeech

এটা দিয়ে অল্প বিস্তর কোডিং করে আপনার এপলিক্যাশনেও এই টেক্সট টু স্পিস সুবিধা উপভোগ করতে পারবেন। অনেক সহজেই আপনার কাজ করতে পারবেন এটা দিয়ে।

NaturalReaders

এই সহজ সফটওয়্যার যেকোন টেক্সট যেমন MS Word, Webpage, PDF files, এবং Emails কে কথায় রুপান্তরিত করতে পারে নিমিষেই। ব্যবহার করেই দেখুন না!

Vozme

এটাও ব্যবহার করা বেশ সহজ।

Festvox

নতুন কন্ঠ এটা দিয়ে খুব সহজেই তৈরি করা যাবে। যে কেউ নতুন ভয়েস দিতে পারবে।

BblogBard

আপনার নিজের ব্যক্তিগত রেডিও স্টেশন চান? এখন আপনার পছন্দের ব্লগ আপনার আইপডে বা আইফোনে শুনতে পারবেন খুব সহজেই।

Ivona

 

এটা বেশ নিখুত ভয়েস দিতে সক্ষম এছাড়াও নির্ভুল এবং ব্যবহার করাও বেশ সহজ।

কি এত টুলস দেখে কনফিউজ হয়ে গেলেন নাকি? কোনটা রেখে কোনটা ব্যবহার করবেন? একটা একটা করে টেস্ট করে দেখুন। সবগুলাই ভাল তবে আপনার কাছে যেটা ভাল লাগবে সেটাই সেরা 😀 । আপনার কাছে কোনটা ভাল লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না। তাছাড়া আপনার জানা যদি এর চেয়ে ভাল কোন টুলস থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। 🙂

3 thoughts on “১২টি ফ্রী অনলাইন সার্ভিস এবং টুলস Text To Speech কনভার্ট করার জন্য”

  1. ডেভিড চিরান

    আপনার পোস্ট এর জন্য ধন্যবাদ হাসান যোবায়ের ভাই । আমি অনেক দিন এমনি কিছু ছিলাম সন্ধান করতেছিলাম।

  2. Wow, awesome blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your website is excellent, let alone the content!. Thanks For Your article about ১২টি ফ্রী অনলাইন সার্ভিস এবং টুলস Text To Speech কনভার্ট করার জন্য | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment