ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রকৃতপক্ষে বিশ্বজনীন নাঃ বললেন ইরানের তথ্য প্রযুক্তি মন্ত্রী

ইরানের তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, কয়েকটি দেশই নিয়ন্ত্রণ করছে ওয়েব আর তারা যাকে চাইছে তাকেই তাদের নিজের মতো করে বিচার করছেন, যেমন- কিম যেমন ডট কম । সম্ভবতঃ ইরান তাদের নিজস্ব ওয়েব তৈরী করবে যার মাধ্যমে তার দেশের লোকজন নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করবে। হতে পারে সেটি আরেকটি সেন্সরর্ড ওয়েব।

আলোচনাঃ

যদিও ইরানের প্রযুক্তি মন্ত্রীর কথায় অনেক বিতর্ক থাকতে পারে, তবে বিষয়টি অবশ্যই বিশ্ব রাজনীতি দিয়ে ওয়েব নিয়ন্ত্রিত হচ্ছে তারই ইঙ্গিত বহন করে। বিশেষ করে বিশ্বের সকল বড় ওয়েবসাইট এবং ইন্টারনেটের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-ই যুক্তরাষ্ট্রের হাতের মুঠোতে। কিছু দিন আগে সোফা ও পিপা প্রস্তাবিত আইনে তারা তাদের স্বার্থবিরোধী কনটেন্টের ওয়েবসাইট বন্ধ করার বিষয়গুলো ছিল।

তাছাড়া, চীন,পাকিস্তানসহ বেশ কিছু দেশই বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট সেই দেশে ব্লক করে রেখেছে যার নিয়মিত ধারা  বিশ্বের ওয়েবকেই পরিবর্তন করে ফেলতে পারে বলে।

এছাড়াও বেশ কিছু সামাজিক নেটওয়ার্ক সাইট থেকেও তথ্য সংগ্রহ করছে বিভিন্ন দেশের সরকার।তাই প্রশ্ন আসতেই পারে- ওয়েব কি স্বাধীন?

ধরা যাক, প্রতিটি দেশই নিজেদের ডাটাসেন্টার এবং নিজেদের জাতীয় পর্যায়ের ডাটা কানেকটিভিটি দিয়ে নিজেদের ওয়েবগুলোকে রাখলো। তাহলে কি ব্যক্তিস্বাধীনতা রক্ষা হবে নাকি সরকার জনগনের মূখ বন্দ্ধের হাতিয়ার পাবে বলে মনে করেন?

1 thought on “ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রকৃতপক্ষে বিশ্বজনীন নাঃ বললেন ইরানের তথ্য প্রযুক্তি মন্ত্রী”

  1. Wow, superb blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your site is magnificent, as well as the content!. Thanks For Your article about ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রকৃতপক্ষে বিশ্বজনীন নাঃ বললেন ইরানের তথ্য প্রযুক্তি মন্ত্রী | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment