ওয়ার্ডপ্রেস বনাম ড্রুপাল বনাম জুমলা!(পর্ব-১)

স্বাগতম সবাইকে আমার নতুন পর্বে। এবার এই পর্বগুলাতে আমরা দেখব জনপ্রিয় ৩টা সিএমএস এর মদ্ধে কে কোন দিক থেকে সবচেয়ে এগিয়ে। অনেকটা ড্রুপাল vs ওয়ার্ডপ্রেস vs জুমলা এইরকম দেখবো এটা ডেভলোপারদের জন্য অনেক সুবিধার হবে বলে আশা করি।  😀 ।আবার  আমদের এত সিএমএস মাঝে কোনটা ব্যবহার করবো সেটা বুঝে উঠা কষ্ট কর হয়। কারন এক একটা এক একদিক দিয়ে ভালো। তাই বুঝে উথা যায় না কোনটা ব্যবহার করবো। তাই আমরা আগে ৩টা তুলনামূলক বিচার করে দেখি কোনটা কোনদিক দিয়ে ভালো 😉

তাহলে আসুন দেখি এই ৩ সিএমএস এর মধ্যে কে কোন দিক দিয়ে আগে 😀

আসেন তাহলে এবার একটু বিস্তারিততে যাই 😀

১। ডকুমেন্টেশনঃ

ওয়ার্ডপ্রেস এর মধ্যে এইটার অবস্থা সবচেয়ে খারাপ। তাদের সাইট ডকুমেন্টেশন অনেক  আস্তে আস্তে আপডেট হচ্ছে। আপনার যদি এখন কিছু দরকার হয় তাহলে আপনাকে এদের সোর্স কোড ঘাঁটতে হবে। আর সোর্স কোড ঘাঁটার জন্য অবশ্যই প্রোগ্রামিং জানা লাগবে 😀 অবশ্য তাদের কমিউনিটি থেকে ইচ্ছা করলেই যেকোনো বিষয়ের হেল্প চেতে পারবেন 🙂 অনেক দ্রুত হেল্প করে তারা।  এই দিকটা ভালো।

ড্রুপাল এইদিক থেকে অনেক এগিয়ে। তাদের ডকুমেন্টেশন অনেক ভালো। আপনি ইচ্ছা করলে অনলাইনেও অনেক ভালো ভালো আর্টিকেল পাবেন ড্রুপাল শুরু করার জন্য। আর ড্রুপাল এর সাইট তো আছেই 🙂

জুমলা এর অবস্থাও ওয়ার্ডপ্রেস এর মতো খারাপ। কোন সমস্যায় পরলে এদের ডকুমেন্টেশন থেকে তেমন সাহায্য পাবেন না। আবার খুব কমিউনিটি এর কাছে খুব কঠিন প্রশ্ন করলে উত্তর সাধারনত পাওয়া যায় না। তাহলে বুঝতেই পারছেন  কি অবস্থা  🙁

ওয়ার্ডপ্রেস 5/10
ড্রুপাল 7/10
জুমলা 4/10

২। মাল্টিল্যাঙ্গুয়েজ সাপোর্টঃ

ওয়ার্ডপ্রেস একসাথে অনেক গুলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না। হয় আপনাকে  ইনফর্মেশন গুলা একই ডাটাবেস টেবিল এ সেভ করতে হবে। এবং বিভিন্ন টেম্পলেট ব্যবহার করতে হবে সেগুলা শো করার জন্য।অথবা আরেকটা কাজ করতে পারেন WordPress Multilingual Plugin (WPML) প্লাগিন ব্যবহার করে করতে পারেন

ড্রুপাল এ আপনাকে শুধু একটা কোর মডিউল অ্যাক্টিভেট করতে হবে যেটার নাম Locale: multi-language support. যেটা নরমালি ডিসেবল করা থাকে। এরপর কাহিনী খতম। আপনি ড্যাশবোর্ড এ গিয়ে নিজের ইচ্ছা মতো কন্টেন্ট বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এ  ট্রান্সলেট করেন 😀

এইবার জুমলা 😀  এর জন্য একটা এক্সট্রা মডিউল যোগ করা লাগবে যেটাকে জুমলাফিস বলা হয়। এটা ইন্সটল করা এবং চালানো খুব সোজা। কিন্তু দুঃখ হচ্ছে এটার কোন ডিফল্ট কোর নেই :'(

ওয়ার্ডপ্রেস 3/10
ড্রুপাল 9/10
জুমলা 6/10

আজকে এইটুকুই। এই পোস্ট এখন শেষ হয় নি। এটার বাকিটুকু পরের পার্ট এ দিবো। বেশি সময় নেই বলে লেখতে পারলাম না। আর পোস্টটা কেমন হয়েছে কোথাও ভুল হলে কমেন্ট করে বলবেন 😀