ফটোশপের খুটিনাটি টিপস ( দেখে নিন কাজে আসতে পারে )।। ফটোশপ টিউটোরিয়াল

Healing Brush Tool এর ব্যাবহার

আমরা অনেকেই আছি যারা দোকানে ফটো এডিটিং এর কাজ করে থাকি । এ সময় অনেকেই আসে তাদের ছবি কে সুন্দর করে দেওয়ার জন্য । কিন্তু ছবির অবস্থা দেখলেই কিরকম লেগে উঠে । এখানের সেম্পলের ইমেজ টা দেখলেই বুঝতে পারবেন । ছবির লোকটির চেহারার যে হাল 😛 । এখন আমরা শিখব কিভাবে ফেইলিনং ব্রাশ টুল ব্যাবহার করে লোকটির মুখমন্ডল পরিষ্কার করতে পারি ।

প্রথমেই আমরার Tool Palet থেকে Healing Brush Tool সিলেক্ত করব ।

তারপর আমরা ত্বকের যেকোনো একটি ভালো যায়গায় মাউসের এঙ্কর পয়েন্ট নিয়ে alt চেপে ধরে একটা ক্লিক করব ।

তারপর আমরা ক্ষত থাকা যায়গা গুলোয় ব্রাশ করব । লক্ষ্য করলে দেখবেন একটা + চিন্নহ রয়েছে । + টা যেখানে থাকবে ব্রাশ সেই অনশের ক্লোন করবে ।

দেখুন পুরো কপাল কি পরিষ্কার করে দিলাম 😉

এখন আমরা আবার চোখেরনিচের অংশ সমুহ ক্লোন করব ।

হয়ে গেলো , দেখুন , এবার বলুন কাজে আসবে কিনা 😉

২য় টিপস

আমরা অনেকেই যখন প্রথম ফটোশপের কাজ শুরু করি তখন আমরা বেশির ভাগ সময়ই নিজের ছবিকে অন্য সুন্দর কোনো এক ওয়ালপেপারে সেট করার চেষ্টা করি
সে চেষ্টা কেই আরেকটু সফল করার জন্য এই টিপস ।
ধরুন আমরা এই মেয়াটা কে সিলেকশান করে অপর ওই ওয়ালপেপার টার উপর সেট করব ।


এখানে আপনি দেখবেন , নিচের দিকের অনশে তেমন মিলল না , কারন নিচের দিকে কাপরের জন্য এটা তেমন ভালো দেখাচ্ছে না ।
এখন আমরা ইরেজার টুল সিলেক্ট করে উপরের প্যালেট থেকে ১১২ নাম্বার ব্রাশ টা সিলেক্ট করে নিচের ছবির মত করে নিবো ।

তারপর আমরা নিচের অংশে আস্তে আস্তে ইরেজ করব ।

এবার বলুনত কিরকম সুন্দর লাগছে 🙂

1 thought on “ফটোশপের খুটিনাটি টিপস ( দেখে নিন কাজে আসতে পারে )।। ফটোশপ টিউটোরিয়াল”

Leave a Comment