থ্রিডি স্টুডিও ম্যাক্সে বক্স অবজেক্ট তৈরি [ভিডিও টিউটোরিয়াল সহ]

থ্রিডি স্টুডিও ম্যাক্সে ব্যবহারকারীর প্রয়োজন ও পছন্দ মতো বিভিন্ন ধরণের অবজেক্ট তৈরি করতে  পারে। আর এই অবজেক্ট তৈরির কাজটি সমপন্ন করা হয় Crate Panel এর অন্তর্ভুক্ত বিভিন্ন টুলসকে  ব্যবহার করার মাধ্যমে। Create Panel এ বিভিন্ন অবজেক্ট টাইপের বাটন থাকে। এই বাটন গুলোতে ক্লিক করে সিলেক্ট করার মাধ্যমে অবজেক্ট তৈরির অপশনটি চালু করা হয় এবং ভিউপোর্টে মাউস দিয়ে ড্রাগ করে অবজেক্ট তৈরি করা হয়। Create Panel এর প্রতিটি অবজেক্টই অনেক গুলো অবজেক্ট টাইপের ধারক। এগুলোর মাধ্যমে ভিউপোর্টে ব্যবহারকারীর পছন্দ মতো বিভিন্ন ধরণের অবজেক্ট তৈরি এবং সমপাদন করা হয়ে থাকে। এছাড়া প্রতিটি ক্যাটাগরিতে একাধিক Primitives রয়েছে। প্রতিটি Primitives এর অধীনে আবার একাধিক বিভিন্ন টাইপের অবজেক্ট বিদ্যমান। উক্ত অবজেক্ট সমূহের মাধ্যমে ভিউপোর্টে বিভিন্ন ধরণের ছবি অঙ্কন, টেক্সট লেখা, ছবির অ্যানিমেশন ইত্যাদি তৈরির যাবতীয় কাজ গুলো সমপাদন করা হয়ে থাকে। এই অপশন গুলো ব্যবহার করে বিভিন্ন অবজেক্ট তৈরির প্রক্রিয়া নিচে দেখানো হলো-

বক্স তৈরি করণঃ

থ্রিডি স্টুডিও ম্যাক্স এর ভিউপোর্ট এ বক্স আকৃতির অবজেক্ট তৈরির জন্য Geometry ক্যাটাগরির Standard Primitives গ্রুপের বক্স অপশনের সাহায্যে ব্যবহারকারির প্রয়োজন মতো বক্স আকৃতির অবজেক্ট তৈরি করতে পারবেন। ভিউপোর্টে অবজেক্ট তৈরির জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন-

1. Create Panel থেকে Standard Primitives এর অধীনে Box বাটনে ক্লিক করুন।

২. এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে যে কোন একটি ভিউপোর্টকে অ্যাকক্টিভ করুণ। তারপর মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ড্রাগ করুন তাহলে ভিউপোর্টে একটি চার কোণা বিশিষ্ট অবজেক্ট দেখা যাবে।

৩. এখন মাউসের বাটনের ক্লিক ছেড়ে দিন এবং মাউস পয়েন্টারটি সামনের দিকে টেনে বক্সটির উচ্চতা নির্ধারন করুণ। এবার perspective ভিউপোর্টে লক্ষ্য করলে নিচের ছবির মতো একটি বক্স আকৃতির অবজেক্ট দেখতে পাবেন।

এভাবে থ্রিডি স্টুডিও ম্যাক্সে বক্স আকৃতির অবজেক্ট তৈরি করতে হয়।

প্রজেক্টটির ভিডিও টিউটোরিয়াল:


Leave a Comment