ড্র মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৮ম পর্ব)

অটোক্যাড টিউটোরিয়াল – ১ম পর্ব

মেনু পরিচিতিঃ অটোক্যাড টিউটোরিয়াল (২য় পর্ব)

এডিট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৩য় পর্ব)

ভিউ মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৪য় পর্ব)

ইনসার্ট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৫য় পর্ব)

ফরম্যাট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৬য় পর্ব)

টুলস মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৭য় পর্ব)

অটোক্যাডের সপ্তম মেনু হচ্ছে ড্র মেনু। মাউস দিয়ে Draw নামের উপর ক্লিক করে অথবা কীবোর্ড থেকে Alt + D কী এক সাথে চাপলে ড্র মেনু আসবে। নিচে ড্র মেনুর ছবি দেওয়া হলো-

Line : রৈখিক রেখা অংকন করার জন্য Line অপশনটি ব্যবহার করা হয়।

Ray : সেমি-ইনফিনিট রেখা অংকন করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

Construction Line : অসীম রেখা অংকনের জন্য Construction Line অপশনটি ব্যবহার করা হয়।

Multiline : একাধিক সমান্তরাল রেখা অংকনের জন্য এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে।

Polyline : দ্বি-মাত্রিক পলিলাইন অংকন করার জন্য Polyline অপশনটি ব্যবহার করা হয়।

3D Polylinet ত্রি-মাত্রিক পলিলাইন অংকন করার জন্য Polyline অপশনটি ব্যবহার করা হয়।

Polygon : সমবাহু বহুভূজ তৈরি করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

Rectangle: আয়তাকার চতুর্ভূজ তৈরি করার জন্য Rectangle অপশনটি ব্যবহার করা হয়।

Arc : বৃত্তচাপ তৈরি করার জন্য Arc অপশনটি ব্যবহৃত হয়। Arc অপশনের মাধ্যমে বিভিন্ন ধরনের বৃত্তচাপ অংকন করা হয়। Arc অপশনের বিভিন্ন সাব অপশন আছে। নিচে Arc অপশনের মাধ্যমে বিভিন্ন সাব অপশনের ছবি দেওয়া হলো-

Circle : বৃত্ত তৈরি করার জন্য Circle অপশন ব্যবহার করা হয়। বিভিন্ন ভাবে বৃত্ত অংকন করার জন্য এই অপশনের বিভিন্ন সাবমেনু রয়েছে। নিচে Circle অপশনের সাবমেনু দেখানো হলো-

Donut : ভরাট সার্কেল, রিং বা চাকা অংকন করার জন্য Donut অপশন ব্যবহার করা হয়।

Ellipse : বিভিন্ন ভাবে উপবৃত্ত বা উপবৃত্তীয় বুত্তচ্‌প অংকন করার জন্য Ellipse অপশনটি ব্যবহার করা হয়।

Block : নতুন ব্লক তৈরি, চলতি ড্রয়িং এর জন্য বেস পয়েন্ট সেট করা এবং অ্যাট্রিবিউট তৈরি করার জন্য Block অপশন ব্যবহার করা হয়। ব্লক অপশনের Make, Base, Define Attribute নামে তিনটি সাবমেনু রয়েছে।

Point : এই অপশনের মাধ্যমে বিভিন্ন ধরনের পয়েন্ট বা বিন্দু অংকন করা হয়। সাধারণত সিঙ্গেল পয়েন্ট মাল্টিপল পয়েন্ট, অবজেক্টের দৈর্ঘ্য বা পরিধি নির্দিষ্ট দুরত্বে এবং পরিমাপে পয়েন্ট অপশনের মধ্যে Single Point, Multiple Point, Divide এবং Measure সাবমেনু রয়েছে।

Hatch : এই অপশন প্রয়োগ করে কোন এলাকা পূর্ণ করে হ্যাচ প্যাটার্ণ অংকন করা হয়। এই অপশন সিলেক্ট করলে Boundary নামে একটি  ডায়ালগ বক্স প্রদর্শিত হয়।

Boundary : এই অপশনটি সিলেক্ট করে একটি পরিবেষ্টিত এরিয়া থেকে একটি বহুভুজ বা ক্ষেত্র তৈরি করে। এই অপশন সিলেক্ট করলে Boundary Creation নামে একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হয়।

Region : এই অপশন সিলেক্ট করে একটি নির্দিষ্ট অবজেক্ট সেট হতে Region অবজেক্ট তৈরি করে।

Text : অপশনটি ব্যবহার করে সিঙ্গেল লাইন টেক্সট এবং মাল্টি লাইন টেক্সট লেখা হয়। এই অপশনে Multiline Text, HHW Single Line Text নামে দুইটি সাব মেনু রয়েছে।

Surface : এই অপশনটি সিলেক্ট করে বিভিন্ন ধরনের সারফেস ড্র করা হয়। এই অপশনের অধীনে যে সকল সাব মেনু রয়েছে সেগুলি হলো- 2D Solid, 3D Solid face, 3D Mesh, Edge, 3D Surface, Revolved Surface, Tabulated Surface, Edge surface ।

Solids : Solids অপশন ব্যবহার করে বিভিন্ন ধরনের সলিড অংকন করা হয়। এই অপশনের বিভিন্ন সাব মেনু রয়েছে। নিচে সলিড অপশনের সাব মেনুর ছবি দেওয়া হলো-

Leave a Comment