Color এবং Black & White ইমেজ এর সমন্বয় ।। ফটোশপ টিউটোরিয়াল

আজ আমরা শিখব কিভাবে একটি ইমেজ এর মধ্যে থেকে বাকি অংশ গুলো সাদা কালো রেখে নির্দিষ্ট অংশকে রঙ্গিন করতে হয় । অবশ্যই এ জন্য প্রথমে আমাদের রঙ্গিন ইমেজ নিতে হবে ।
প্রথমে আমরা একটি নতুন বউ এর ছবি নি 😉 এখান থেকে আমরা সব অংশ সাদা কালো করে শুধু গহনার অংশ রঙ্গিন করব ।

এখন আমরা Image option থেকে Mood এ গিয়ে Gray-scale option সিলেক্ট করব ।

এখানে ওকে প্রেস করুন

দেখুন ছবিটি সাদা কালো হয়ে গেছে ।

তারপর আবার Image >> Mood >> RGB কালার সিলেক্ট করুন

এখন টুল বার থেকে History Brush Tool টা সিলেক্ট করে ব্রাশ করতে থাকুন 🙂

খেয়াল রাখবেন যাতে বাইরের অংশে ব্রাশ না হয় 😛

এখন আরেকটু নির্ভুল ভাবে করার জন্য আমরা গহনার অংশ গুলোকে সিলেক্ট করে করতে পারি । যেমন আমি এখানে মাথার টিকলির অংশ টুকুকে Polyggonal lasso tool দিয়ে সিলেক্ট করে ব্রাশ করেছি । পরে Blur Tool দিয়ে এর এজ গুলো মোলায়েম করে দিয়েছি ।



আর বাকি কানের দুল টা , এইবার এটাকে রঙ্গিন করে ফেলুন ।

হয়ে গেলো 🙂
কেমন লাগলো ?

এটা শিখে কি হবে চিন্তা করতেছেন ? তাহলে দেখে নিন একই নিয়মে তৈরি করা কিছু অসাধারন ছবি এখান থেকে 

1 thought on “Color এবং Black & White ইমেজ এর সমন্বয় ।। ফটোশপ টিউটোরিয়াল”

Leave a Comment