কনটেন্টে পোস্ট স্লাইডার যুক্ত করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-এগার

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে থিসিস থিম নিয়ে এগারতম পোস্ট আরম্ভ করতেছি। থিসিস থিম নিয়ে আমার আগের পোস্ট সমুহ দেখে নিতে পারেন

লেআউট ও কলামঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-এক

নেভিগেশন মেনুঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-দু্ই

নেভিগেশন মেনুঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-তিন

সাইডবার ও উইজেটঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-চার

ফুটারে তিনটি কলাম তৈরীঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-পাঁচ

ফুটারে কলাম তৈরীঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-ছয়

ফুটারে বিভাগ যুক্ত করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-সাত

ব্যাকগ্রাউন্ড ইমেজ ও ফুটারে অ্যাড উইজেট যোগ করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-আট

পোস্টে লেখক তথ্য যোগ করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-নয়

পোস্টে একই রকম পোষ্টের তথ্য যোগ করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-দশ

 

 গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কেমন করে একই রকম পোষ্টের তথ্য যোগ করা যায়।  আজকে আমি আপনাদের দেখাব কিবাবে কনটেন্টে পোস্ট স্লাইডার যুক্ত করা যায়।

তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগিন করুন।

 Smooth Slider প্লাগিনটি ইন্সটল করুন এবং একটিভ করুন।

নিচের এই পিএইচপি  কোডটি থিসিসের Custom function.php তে সেভ করুন

1: //Featured Content Slider
2:
3: function content_slider() { ?>
4: <?php if (is_home()){ ?>
5:
6: <?php if ( function_exists( ‘get_smooth_slider’ ) ) { get_smooth_slider(); } ?>
7: <?php }
8: }
9: add_action(‘thesis_hook_before_content’, ‘content_slider’);

ব্যাস কনটেন্টে স্লাইডার যুক্ত হয়ে গেছে। এবার দেখুন Smooth Slider এ কেমন করে  পোস্ট যুগ করবেন।

যে পোস্টটি স্লাইডারে যুক্ত করবেন সেই পোস্টটির এডিটে ক্লিক করুন ।

এবার পোস্টের একেবারে নিচে যান এবং নিচে গিয়ে দেখুন Smooth Slider নামে একটি অপশন আছে।

Smooth Slider অপশনের নিছে Smooth Slider এ ক্লিক করুন এবং Add this post/image to এ ক্লিক করুন। বুজতে সমস্যা হলে নিছের স্ক্রিন সটটি দেখুন।

এবার পোস্টটি আপডেট করুন। ব্যাস আপনার এই পোস্টটি স্লাইডারে যুক্ত হয়ে গেছে। এবাবে আপনার ইচ্ছা মত পোস্ট স্লাইডার যুক্ত করুন।এবার স্লাইডারটি আপনি আপনার নিজের মত করে সাজানোর জন্য ড্যাসবোর্ড-এর Smooth Slider এর সেটিং অপশনে যান।

সেটিং-এ দেখুন  Number of Posts in the Slideshow নামে একটি অপশন আছে এই অপশনের মাধ্যমে আপনি আপনার স্লাইডারে কয়টি পোস্ট যুক্ত করবেন তা নির্ধারণ করে দিতে পারবেন।

Slider Height ও Slider Width এর মাধ্যমে স্লাইডারের উচ্চতা ও প্রশস্ত করে নিতে পারেন।

এভাবে আপনার ইচ্ছা মত  স্লাইডারের ডিজাইন করুন।

তাহলে আজকের মত এখানেই বিদায় সবার ভাল ও সুস্থ থাকুন, ধন্যবাদ।

4 thoughts on “কনটেন্টে পোস্ট স্লাইডার যুক্ত করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-এগার”

  1. দুঃখিত আগের পোস্ট এ মন্তব্য করা ভুল হয়েছে। আগের মন্তব্যটি এই লেখাটির জন্য ছিলো।

    শুভ,
    আপনার প্রোগ্রাম কোড লেখাতে ভুল আছে। যারা নবীন তারা হয়তো আপনার কোডিং এর লাইন নং সহ তাদের থিমে যুক্ত করে দিবে ফলে তার সাইটের থিম সম্পাদনা যেকনো ধরনের ত্রুটি দেখা দিবে। তাই প্রোগ্রাম কোড লিখার সময়ে অবসসই সঠিক ভাবে লেখার চেস্টা করবেন।

    টিউটোরিয়াল বিডি এর আছে আবেদনঃ প্রোগ্রাম লেখার জন্য সিনট্যাক্স হাইলাইটার ব্যবহার করতে হবে। এতে করে যেকোন প্রোগ্রাম সহজ ভাবে লেখা যেতে পারে ও সকলেই বুঝতে পারে।

    ধন্যবাদ!

    1. ধন্যবাদ আমিনুল ভাই আমার ভূলটা দরিয়ে দেবার জন্য। আমি অবশ্যই টিক করে লিখার চেষ্টা করব।
      আমি ও মাহাবুব ভাইকে অনুরুধ করব সিনট্যাক্স হাইলাইটার ব্যাবহারের জন্য, তা না হলে কোড সকলের বুঝতে সমস্যা হয়।

  2. Wow, superb blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your website is magnificent, let alone the content!. Thanks For Your article about কনটেন্টে পোস্ট স্লাইডার যুক্ত করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-এগার | টিউটোরিয়ালবিডি .

  3. স্বপনচিশতী

    শুভ ভাই,
    আমি ও আমিনুল ভাইয়ের সাথে একমত পোষণ করছি। আমি আপনার কথামত বা আপনার দেখানো সাইটের থেকে হুবহু কপি – পেষ্ট করে বসিয়ে দেখেছি। syntax error দেখায়।
    আপনার সাইটে অনেকেই আমার মত বিপদে আছে। please check your syntax before post. otherwise all of your work will be Invalid.
    thanking you and best of luck

Leave a Comment