গুগল কোডে ফাইল হোস্ট (পর্ব ১)


যারা গুগুল কোড সম্পর্কে জানেন না তারা বিস্তারিত জানতে এখানে দেখেন – ক্লিক
আমি সংক্ষেপে বলছি, গুগল কোড হচ্ছে ডেভলাপারদের জন্য গুগলের অফিসিয়াল সাইট। এতে ডেভলাপার টুলস, ফিচারিং এপিআই এবং টেকনিক্যাল রিসোর্স ইত্যাদি বিদ্যমান।
ধরুন আপনি কোনো প্রজেক্ট (js, css etc) বানালেন, এখন এটা হোস্ট করতে চাইছেন। কিন্তু ব্যান্ডইডথ এর কারনে হয়ত নিজের ডোমেইনে তা করার সাহস পাচ্ছেন না। সুতরাং আপনার জন্য সবচেয়ে ভালো হবে code.google.com এ হোস্ট করা।

চলুন তাহলে দেখি কিভাবে খুব সহজেই ফ্রি ফাইল হোস্ট করা যায়।

কিভাবে প্রজেক্ট বানাবেন ?

  • আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগিন করুন. এখানে
  • নির্দিষ্ট ঘর পূরণ করুন Project name, Project summary, Description ইত্যাদি দিয়ে।
  • যে কোনো Version Control System সিলেক্ট করতে হবে। আমি মূলত Subversion ব্যবহার করে থাকি। বিস্তারিত জানতে
  • আপনার প্রজেক্ট সোর্স কোড এর লাইসেন্স (Source code license) সিলেক্ট করে দিতে হবে। বিস্তারিত জানতে
  • এখন প্রজেক্টের Label দিন।
  • তারপর Create Project এ প্রেস করে প্রজেক্ট তৈরী করুন।

কিভাবে হোস্ট করবেন?

  • প্রজেক্ট হয়ে গেলে Downloads ট্যাবে ক্লিক করুন, যদি Downloads ট্যাব না দেখেন……
  • তাহলে একদম উপরে ডান সাইডে My favorites ▼ এ ক্লিক করুন। এবং প্রোজেক্ট সিলেক্ট করুন।
  • এখন new download এ ক্লিক করে Summary, Description, Labels ইত্যাদি দিন
  • হার্ড ডিস্ক থেকে File: সিলেক্ট করুন.
  • এখন Submit বাটনে ক্লিক করুন।
  • আপলোড হয়ে গেলে পরের পেজে download লিঙ্ক পাবেন এরকম একটা  আইকনে।

সহায়ক লিঙ্কঃ

চলবে…….

Leave a Comment