গুগল টক কিছু সময়ের জন্য ডাউন!

আজকে সকালে Google Talkthis ব্যবহার করতে সমস্যা হয়েছে? তবে জেনে রাখুন শুদু আপনারই এমন সমস্যা হয়নি আরো অনেকেরই হয়েছে। বেশির ভাগ গুগল টক ব্যবহারকারীদেরই এই সমস্যায় দুই ঘন্টার জন্য পড়তে হয়েছে।

এই সমস্যা গুগল এপস এবং জিমেইল ব্যবহারকারীদের উপরও প্রভাব ফেলেছে, গুগল এপস কাস্টমারদের সব চেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে।

গুগল জানায় প্রথম সমস্যার শুরুর সময় ছিল ৬:৪০ আর ৬:৫0 এ সমস্যা প্রকট আকারে ধারণ করে।

সকাল ৮:৫০ সময়ে ড্যাশবোর্ডে এই নোট প্রকাশ করেঃ

“আমাদের টিম এই সমস্যা তদন্ত করে দেখছে। এই সমস্যার বিস্তারিত বিবরণ সকাল ৯:৫০ এর মধ্যে প্রকাশ করতে পারবো আমরা। সমস্যার জন্য দুঃখিত”

যেহেতু ফেসবুক, টুইটার ডাউন হয়নি 😛 তাই সেখানে জিটকের এই সমস্যা নিয়ে অনেক আলোচনা হয়েছে। খুব শিঘ্রই বিস্তারিত আপডেট জানা যাবে।

আপনার কি এই সমস্যার মধ্য পড়তে হয়েছে? তাহলে মন্তব্য করে জানান। আর হ্যা সমস্যার সমাধান কিন্তু হয়ে গেছে।

দেখা যাক গুগলের এই অন্যতম সার্ভিস নিয়ে তারা কি নোটিস জানায়।

Leave a Comment