ফটোশপে প্ল্যানেট তৈরি ।। ফটোশপ টিউটোরিয়াল

Step 1: প্রথমে আমাদের 600 px X 600 px এর একটি পেজ নিতে হবে ।
Step 2: তারপর আমরা নতুন একটি লেয়ার নিব এবং তাতে ব্ল্যাক কার দিয়ে ফিল করে এটা ফলো করব filters -> Render -> Clouds.

তাহলে কিছুটা এরকম দেখাবে

Step 3: তারপর আমরা যাব -> Stylize -> Emboss এবং নিচের ছবির মত তা পুরন করব


step 4: এখন আমরা elliptical marquee tool নিয়ে এর মাঝে একটা Elips সিলেক্ট করব ।

Step 5: তারপর এখানে যাব Filters -> Distort -> Spherize.

Step 6: এখন আমরা ctrl+shift+I চেপে invers সিলেকশান করে তা ডিলেট করব এবং আবার ctr;+shift+I চাপব ।

Step 7: Noএখন আমরা নতুন আরেকটি লেয়ার নিব এবং তার ভিতরের সিলেকশান করা অংশ কে #005376 কালার দ্বারা ফিল করব ।

Step 8: তারপর এর ব্লেন্ডিং অপশান থেকে soft light করে দিন ।.

Step 9: তারপর আবার নতুন একটা লেয়ার নিতে হবে এবং তাতেও Elipticle marquee tool দিয়ে সিলেক্ট করে ব্যাক কালার দিয়ে ফিল্ল করতে হবে ।.

Step 10: তারপর আমরা Filters->Blur-> gaussian blur and apply the following settingএ যাব এবং নিচের পদ্ধতি ফলো করব।

Step 11: এখন আমরা প্রথম লেয়ার বাদে উপরের ৩ লেয়ায় সিলেক্ট করে ctrl+e চেপে মার্জ করব ।
Step 12: এখন আমরা doudge tool নিয়ে গ্রহ টির কিনারা গুলো কিছু তা doudge করব ।.

Step 13: তারপর আমরা নতুন একটি লেয়ার নিব এবং এইরকম আবার গোল আকৃতির একটি সিলেকশান করব ।

Step 14: তারপর গ্র্যাডিয়েন্ট Tool থেকে নিচের মত করে গ্র্যাডিয়েন্ট করব ।

Step 15: তারপর আমরা উপর থেকে নিচে একটি টান দিয়ে গ্র্যাডিয়েন্ট করব ।

Step 16: তারপর Filter>>Disort>>Twrl এ গিয়ে পরের পিক এর মত কাজ করুন ।

Step 17: তারপর ctrl+f চেপে ফিল্টার টি আবার প্রয়োগ করুন ।
Step 18: এখন এটিকে নিচের মত করে পজিশান এ আনুন

Step 19: এখন Ereser Tool নিয়ে অপ্রয়োজনীয় অংশ সম্পূর্ন ডিলেট করে দিন ।
.
Step 20 : এভাবে এই লেয়ার টির আরো একটি কপি তৈরি করে তাকে একটু বড় ছোট করে নিলেই কাজ শেষ 

আজকের মত এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে আমার টিউটোরিয়াল গুলো ভাল লাগছে ।। তবে সে অনুযায়ী মন্তব্য পাচ্ছি না , আপনাদের মন্ত্যব্য আমাকে উৎসাহিত করে ।

3 thoughts on “ফটোশপে প্ল্যানেট তৈরি ।। ফটোশপ টিউটোরিয়াল”

  1. সালাম নাবেন, কেমন আছেন ? আমি ফোটসোপ ব্যাবহারে একবারে নতুন । ফোটসোপ cs 4 ব্যাবহার করি । আপনার উপরের post টি নিজে করার চেস্টা করেছি কিন্তূ তা করতে ব্যর্থ হয়েছি । আপনি যেভাবে বর্ননা করেছেন তার সবকটির ইসক্রিন শট নেই, যেমন step 1: পেজটির Backround contents কি হবে তার উল্যেক নেই । আমার মত নতুন যারা আছে তাদের সুবিধার্থে যদি প্রত্যেকটি ধাপের ইসক্রিন শট দিয়ে নতুন করে post করতেন তাহলে অনেক উপকূত হবো । ধন্যবাদ

    1. ঝরা পাতা

      Step 2: তারপর আমরা নতুন একটি লেয়ার নিব এবং তাতে ব্ল্যাক কার দিয়ে ফিল করে এটা ফলো করব filters -> Render -> Clouds.
      ~~~~~~~~~~~~~~~~
      আমি এখানে বলেছি আমরা একটি নতুন লেয়ার নিব । তারপর সেটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করব । মানে প্রথমে নেওয়া লেয়ার টির কালারের উপর নজর রাখার দরকার নেই 😉 Transparent ও নিতে পারেন । আর যেহেতু আপনি একেবারে নতুন তাই আপনি এখানে থেকে ব্যাসিক ধারনা নেওয়া শুরু করেন , কারন আমি একটু জটিল জটিল টিউটোরিয়াল উত্থাপন করতেছি জাতে হয়ত আপনাদের বুঝতে অসুবিধা হবে 🙁
      http://tutorialbd.com/bn/?p=701

Leave a Comment