পোস্টে লেখক তথ্য যোগ করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-নয়

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে থিসিস থিম নিয়ে ৯ম পোস্ট আরম্ভ করতেছি। থিসিস থিম নিয়ে আমার আগের পোস্ট সমুহ দেখে নিতে পারেন

লেআউট ও কলামঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-এক

নেভিগেশন মেনুঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-দু্ই

নেভিগেশন মেনুঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-তিন

সাইডবার ও উইজেটঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-চার

ফুটারে তিনটি কলাম তৈরীঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-পাঁচ

ফুটারে কলাম তৈরীঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-ছয়

ফুটারে বিভাগ যুক্ত করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-সাত

ব্যাকগ্রাউন্ড ইমেজ ও ফুটারে অ্যাড উইজেট যোগ করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-আট

গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম থিসিস থিমে কেমন করে ব্যাকগ্রাউন্ড ইমেজ ও ফুটারে অ্যাড উইজেট যোগ করা যায়। আজকে আমি আপনাদের দেখাব কেমন করে পোস্টে লেখক তথ্য যোগ করা ।

তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগিন করুন এবং থিসিস এর   Custom File Editor   ড্রপডাউন থেকে  Custom function.php  সিলেক্ট করুন  এবং নিচের এই php কোডটি লিখে সেভ করুন।

function thesis_author_box() {
if (is_single()) {
?>
<div class=”author_info”>
<h4>This post was written by…</h4>
<span class=”author_photo”><?php echo get_avatar( get_the_author_id() , 96 ); ?></span>
<p><?php the_author_posts_link(); ?> &ndash; who has written <?php the_author_posts(); ?> posts on <a href=”<?php bloginfo(‘home’); ?>”><?php bloginfo(‘name’); ?></a>.</p>
<p><?php the_author_description(); ?></p>
<p class=”author_email”><a href=”mailto:<?php the_author_email(); ?>” title=”Send an Email to the Author of this Post”>Contact the author</a></p>
</div>
<?php }
}

add_action(‘thesis_hook_after_post’,’thesis_author_box’);

এবার  থিসিস এর   Custom File Editor   ড্রপডাউন থেকে  Custom .Css  সিলেক্ট করুন  এবং নিচের এই CSS কোডটি লিখে সেভ করুন।

.custom .author_info {
border:1px dotted #666;
padding:1.0em;
}
.custom .author_info a {
color:#cc0000;
border-bottom:1px dotted #fff;
text-decoration:none;
}
.custom .author_info a:hover {
border-bottom:1px dotted #cc0000;
}
.custom .author_info .author_photo img {
border:1px dotted #666;
padding:0.2em;
float:left;
margin:1.0em 1.0em 1.0em 0em;
}
.custom .author_info p {
margin-top:0.8em;
margin-bottom:0.4em;
}
.custom .author_info p.author_email {
text-indent:1.8em;
background: url(‘images/my-email-icon.gif’) 0px 4px no-repeat;
}

এবার আপনার ব্লগের একটি পোস্টে গিয়ে দেখুন পোস্টের লেখকের তথ্য যোগ হয়ছে।

তাহলে আজকের মত এখানেই বিদায়। সবাই ভাল ও সুস্থ থাকুন  আল্লাহ হাফেজ।

4 thoughts on “পোস্টে লেখক তথ্য যোগ করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-নয়”

Leave a Comment