ভিউ মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৪য় পর্ব)

অটোক্যাড টিউটোরিয়াল – ১ম পর্ব

মেনু পরিচিতিঃ অটোক্যাড টিউটোরিয়াল (২য় পর্ব)

এডিট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৩য় পর্ব)

ভিউ (View) মেনুঃ অটোক্যাডের তৃতীয় মেনুটি হচ্ছে ভিউ (View) মেনু। View নামের উপর ক্লিক করলে অথবা কীবোর্ড হতে Alt + V কী দুইটি এক সাথে চেপে View মেনু ওপেন করা যায়।

নিচে View মেনুর বিভিন্ন অপশনের বর্ণণা করা হলোঃ

Redraw : এই অপশন ব্যবহার করে সকল View port রিফ্রেশ করা হয়।

Regen : এই অপশন চলতি View port কে রিফ্রেশ করে এবং ড্রয়িং রিজেনারেট করে।

Regen All : এই অপশন সকল View port কে রিফ্রেশ করে এবং ড্রয়িং রিজেনারেট করে।

Zoom :  Zoom অপশনের মাধ্যমে কোন ড্রয়িং বা অবজেক্টকে বিভিন্ন উপায়ে Zoom করা হয়। Zoom অপশনের বিভিন্ন সাবমেনু রয়েছে। যেমন- Real time, Previous, Window, Dynamic, Scale, Center, In, Out, All এবং Extents ।

Pan : কোন ড্রয়িং বা অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার জন্য  Pan অপশনটি ব্যবহার করা হয়। Pan অপশনের বিভিন্ন সাবমেনু রয়েছে। এগুলো হলো- Real-time, Point, Left, Right, Up, Down ।

Arial View : এই অপশনটি Arial View উইন্ডো প্রদর্শন করে।

View ports : একটি ভিউপোর্টকে একাধিক ভিউপোর্টে বিভক্ত করা এবং একাধিক ভিউপোর্টকে একত্রিত করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

এই অপশনের বিভিন্ন সাব মেনু রয়েছে। যেমন- Named View ports, New View ports, 1Viewports, 2Viewports, 3Viewports, 4Viewports, Polygonal View ports, Object, এবং Join|

Names Views : এই অপশনটি সিলেক্ট করলে নতুন ড্রয়িং তৈরি করা অথবা র্পর্বে সংরক্ষিত কোন ভিউ Restore করা যায়। এটি সিলেক্ট করলে একটি ডায়ালগ বক্স আসে।

3D Views : এই অপশনের দ্বারা বিভিন্ন ভাবে ত্রিমাত্রিক ভিউ সেট করা যায়। 3D Views মেনুর বিভিন্ন সাব মেনু রয়েছে।

3D orbit : এই অপশনটি 3D তে কোন অবজেক্টের মিথস্ক্রিয়া প্রদর্শন নিয়ন্ত্রণ করে।

Render : কোন ইমেজকে অধিক বাস্তব সম্মত তৈরি করতে Render ব্যবহার করা হয়।

Display : এই অপশনটি UCS আইকন Attribute ও টেক্সট উইন্ডোর প্রদর্শন নিয়ন্ত্রণ করে।

Toolbar : অটোক্যাডের যে কোন টুলবারকে প্রদর্শণ করা, কাস্টমাইজ করা এবং অপসারন করার জন্য এেই অপশনটি ব্যবহৃত হয়।

Leave a Comment