এডিট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৩য় পর্ব)

অটোক্যাড টিউটোরিয়াল – ১ম পর্ব

মেনু পরিচিতিঃ অটোক্যাড টিউটোরিয়াল (২য় পর্ব)

অটোক্যাডের দ্বিতীয় মেনুটি হচ্ছে Edit মেনু।  Edit নামের উপর ক্লিক করে অথবা কীবোর্ড হতে Alt এবং E কীদ্বয় একসাথে চেপে Edit মেনু ওপেন করুন। মেনুর কোন কোন অপশনের সাথে শর্টকাট কী দেখানো থাকে যেগুলির সাহায্যে অপশন গুলো অ্যাকটিভ করা যায়। নিচে Edit মেনুর বিভিন্ন অপশন গুলো আলোচনা করা হলো:

Undo : এই অপশনের সাহায্যে সর্বশেষ প্রয়োগকৃত অপারেশনকে ফিরিয়ে আনা যায়। Ctrl + Z কী দুইটি প্রেস করে এই কাজটি সম্পাদন করা যায়।

Redo : পূর্ববতী কমান্ডকে ফিরিয়ে আনার জন্য এই অপশন ব্যবহার করা হয়। Ctrl + Y কী দুইটি প্রেস করে এই কাজটি সম্পাদন করা যায়।

Cut : কোন সিলেক্টেড অবজেক্টকে ক্লিপবোর্ডে ধারণ করে এবং ড্রয়িং থেকে সিলেক্টেড অবজেক্টকে মুছে ফেলে। Ctrl + X চেপেও এই কাজটি সম্পাদন করা যায়।

Copy: কোন সিলেক্টেড অবজেক্টকে ক্লিপবোর্ডে ধারণ করে। Ctrl + C কী দুইটি এক সাথে চেপে কমান্ডটি প্রয়োগ করা যায়।

Copy Link: এই অপশনটি কপি কমান্ডের অনুরূপ। এটি একটি বেস পয়েন্টের সাথে অবজেক্টকে ক্লিপবোর্ডে ধারণ করে।

Paste: এই অপশনের সাহায্যে কপিকৃত কোন অবজেক্টকে ইনসার্ট করা যায়। Ctrl + V চেপেও এই কমান্ডটি প্রয়োগ করা যায়।

Past as Block : এই অপশন ব্যবহার করে কপিকৃত কোন অবজেক্টকে ব্লক হিসেবে ইনসার্ট করা যায়।

Paste as Hyperlink : এই অপশন কোন নির্ধারিত অবজেক্ট এর সাথে হাইপারলিংক পেস্ট করে।

Paste to Original Coordinates: এই অপশন ব্যবহার করে মূল ড্রয়িং এর স্থানাঙ্ক অনুযায়ী কোন অবজেক্টকে পেস্ট করে।

Paste Special : এই অপশনের মাধ্যমে কপিকৃত কোন ডাটা ইনসার্ট করা যায় ডাটা ফরম্যাট নিয়ন্ত্রন করা যায়।

Clear : এই কমান্ড ব্যবহার করে ড্রয়িং থেকে নির্ধারিত কোন অবজেকটকে অপসারণ করা যায়।

OLE Link: এই অপশন চলতি OLE Link কে আপডেট, পরিবর্তন ও বাতিল করে। অটোক্যাড OLE (Object Linking Embedding) সাপোর্ট করে। OLE Link অপশন সিলেক্ট করলে একটি লিংক ডায়ালগ বক্স প্রদর্শিত হয়।

Find : এই কমান্ড ব্যবহার করে কোন ড্রয়িং এর অভ্যন্তরে যেকোন টেক্সট খুঁজে বের করা যায় এবং উক্ত টেক্সট এর পরিবর্তে নতুন টেক্সট প্রতিস্থাপিত করা যায়। Find অপশন সিলেক্ট করলে Find and Replace নামক ডায়ালগ বক্সটি প্রদর্শিত হয়।

2 thoughts on “এডিট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৩য় পর্ব)”

  1. Wow, superb blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your website is fantastic, let alone the content!. Thanks For Your article about এডিট মেনুঃ অটোক্যাড টিউটোরিয়াল (৩য় পর্ব) | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment