ফটোশপে বাঁশ তৈরী

ধাপ-১: নতুন ডকুমেন্ট নেওয়া

প্রথমে নতুন একটি পেজ নিতে হবে যার সাইজ হবেঃ- Width 800 px , Height 600 px , Resolution 300 px । এবং ব্যাকগ্রাউন্ড কনটেন্ট হবে Transparent .

ধাপ-২: টেক্সার তৈরী

এখন আমরা  Rectangular Marquee tool নিয়ে নিচের মত একটি শেপ তৈরি করতে হবে এবং তাকে Black কালার দিয়ে fill করতে হবে । তারপর  Filter> Noise> Add Noise এবং এটিকে  70%, Gaussian, Monochromatic করে দিতে হবে তাহলে এটি ২য় টির মত দেখাবে ।

ধাপ-৩

তারপর যেতে হবে  Filter> Blur> Motion Blur and এবং এটির Angle of 0, Distance: 62 pixels করে দিতে হবে ।  তাহলে আমরা বাঁশের আঁশের মত শেপ পাবো । তারপর  Ctrl + T এটিকে কে উপর এবং নিচ থেকে একটু চেপে দিতে হবে ( ২য় চিত্রের মত )

ধাপ-৪:

তারপর Ctrl+u চেপে  Hue / Saturation থেকে আমরা এটাকে সবুজ কালার করব ।

Ctrl+t চেপে Right Click করে Warp করতে হবে । ( চিত্রের মত )

ধাপ-৫

তারপর টুলবার থেকে Burn Tool দিয়ে নিচের অংশ কে বার্ন করব ।

ধাপ-৬

এখন Tool Bar থেকে Dodge Tool নিয়ে উপরের অংশ ডজ করতে হবে ।

ধাপ-৭

তারপর সম্পুর্ণ অংশ কে দুইটা কপি করে নিচের চিত্রের মত করব । বড় অংশের নিচেরটুকু আমরা শুধু সিলেক্ট করে ctrl+t চেপে Warp করব । ( ( পরের চিত্রে দেখানো হয়েছে )

ধাপ-৮

এখন আমরা বাঁশের এক অংশ Dodge এবং এক অংশ Burn করব ।

ধাপ-৯

এখন আমরা বার নিচের অংশ কে Warp করব ।

তারপর দুইটাকে একসাথ করব

ধাপ-১০

তারপর আমরা বাঁশের একটি ডাল তৈরি করব । এবং এটিকে বাঁশের ন্যায় পূর্বের ন্যায় Filter> Blur> Motion Blur করতে হবে ।  .

ধাপ-১১

তারপর এটাকে বাঁশের একটি অংশে বসিয়ে Dodge এবং Burn করতে হবে ।

ধাপ-১২

Ctrl+U চেপে Hue Saturation থেকে বাঁশের সাথে কালার কিছুটা ম্যাচিং করে নিতে হবে ।

ধাপ-১৩

তারপর পেন টুল নিয়ে সেই বাঁশের ডগায় ডাট আকতে হবে । এবং হালকা Dodge ও Burn করতে হবে ।

ধাপ-১৪

এখন আমরা পাতা তৈরি করব । এজন্য পেনটুল নিয়ে পাতার একটি শেপ করতে হবে ।

.

ধাপ-১৫

এবং এটিকে আগের মত Motion Blur করতে হবে । তারপর কিছু কপি করে Ctrl+T চেপে Warp করতে হবে ।

ধাপ-১৬

তারপর পাতা গুলোকে ডাটার সাথে যুক্ত করতে হবে ।.

ধাপ-১৭

এখন আমরা প্রথম লেয়ার টি সিলেক্ট করে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কে Redial Gradient করব ।

ধাপ-১৮

এখন আমরা বাশ গুলোকে অনেক গুলো কপি করে একটা বাশের বাগান তৈরি করব ।

ধাপ-১৯

লাস্ট কাজে আমরা Ctrl+M চেপে কার্ভস থেকে সম্পূর্ন বাগান টি কে Dark করব । এবং চোখের ভালো লাগা অনুযায়ী বিভিন্ন জায়গায় Dodge এবং Burn করব ।

ফলাফল

আর কিছু বাকি নাই , এইবার হয়ে গেলেন গ্রাফিক্স ডিজাইনইয়ে!

4 thoughts on “ফটোশপে বাঁশ তৈরী”

    1. ঝরা পাতা

      প্রথমে মুভ টুল দিয়ে সিলেক্ট করুন , তারপর ctrl+t চেপে রাইট ক্লিক করে warp এ ক্লিক করুন

Leave a Comment