ফটোশপে ব্জ্রপাত ।। ফটোশপ টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম , সবাইকে পবিত্র মাহে রমজানের আগমনী শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউটোরিয়াল শুরু করছি ,
আশা করি সবাই ভালোই আছেন ।।
Step 1
প্রথমে আমরা যে ছবিটিকে এডিট করবো সেটিকে ফটোশপে ওপেন করতে হবে ।

Step 2

তারপর আমরা টুলবার থেকে Magic Wand Tool টি সিলেক্ট করব ।

Step 3

এখন আমাদের ছবিটার মধ্যে থেকে আকাশটি সিলেক্ট করতে হবে । এজন্য আমরা প্রথমে শুধু একবার ক্লিক করব ।

Step 4

প্রথম বার সিলেকশান এ সম্পূরন আকাশ আসবে না । তাই আমরা এখন যে অংশ সিলেক্ট হয় নাই সেই অংশ গুলো সিলেক্ট করব ।

Step 5

তারপর সিলেকশান করা অংশ ctrl+c চেপে কপি করে আবার ctrl+v চেপে পেস্ট করব ।

Step 6

এখন আমরা কপি করা অংশ গ্র্যাডিএন্ট করব ।
এজন্য টুলবার থেকে গ্র্যাডিএন্ট অংশ সিলেক্ট করে তা আমরা কালো এবং সাদা করে রাখব ( রেড চিহ্নিত অংশ গুলো ঠিক করে নিতে হবে ) ।

Step 7

এখন মাউস পয়েন্টারটি চেপে রেখে উপর থেকে নিচের দিকে একটা টান দিবো ।

তাহলে এরকম দেখাবে ।

Step 8

তারপর উপরের লেয়ার টি সিলেক্ট করে Filter>Render>Deference Clouds এ ক্লিক করতে হবে ।

Step 9

তারপর ctrl+l চেপে লেভেল এ যেতে হবে । নিচের বক্স চিহ্নিত অংশ গুলো ঠিক করে Ok প্রেস করতে হবে ।

Step 10
এবার দেখুন , কিছুটা বজ্রের মত শেপ এসেছে , কিন্তু বজ্রের কালার তো আর কালো নয় , তাই আমরা সম্পূর্ন কালার গুলো উলটো করে দিবো ctrl+I চেপে ।
এবং আবারো ctrl+l চেপে লেভেল থেকে বক্সে চিহ্নিত কালো পয়েন্ট টি টেনে একটা নির্দিষ্ট কক্ষে আনতে হবে ।

Step 11 তারপর আর কি ? তেমন কিছু না , উপরের লেয়ার টি সিলেক্ট করে তাকে Normal থেকে Soft Light করে দিলেই খেল খতম।

আমার প্রথম টিউন হিসেবে ছোট ভাই + ক্ষমার দৃষ্টি তে দেখার জন্য আবেদন জানানো হলো 😀

Leave a Comment