পর্ব-১: ওয়ার্ডপ্রেস দিয়ে বাংলা ভাষার ওয়েবসাইট বানানোর পদ্ধতি

ওয়ার্ডপ্রেসের উপর নিয়মিত টিউটরিয়াল লেখার ইচ্ছা থাকা সত্ত্বেও তা হয়ে ওঠে নি। আমার সাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানোর কারনে বাংলা করনের উপর বেশ কিছু জিনিস শিখতে পেরেছি যা শেয়ার করার অপেক্ষায় আছি।

একটি বাংলা ওয়েব সাইট বানাতে ওয়ার্ডপ্রেস সেটআপেরপর বাড়তি যা করতে হবে তা হলো:

  • ১. বাংলা ভাল ফন্টের জন্য থিমের style.css ফাইলটি সম্পাদনা করতে হবে।
  • ২. থিম ফোল্ডারের ফাইলগুলোর ইংরেজী কিছু কিছু শব্দের বাংলা অনুবাদ করা।
  • ৩. ইন্টারনেট এক্সপ্লোরারে ফন্ট সেটআপ ছাড়াই যাতে বাংলা পড়া যায় তার ব্যবস্থা করা: eot ফাইল বানানো, আপলোড করা ও থিমের header.php তে প্রয়োজনীয় কোড সংযোজন করা।
  • ৪.বাংলায় পোস্ট লেখার সুবিধা দেয়ার জন্য banglakb প্লাগইন সেটআপ করা, বাংলায় মন্তব্য দেয়ার জন্য comments.php ফাইল ইডিট করা।
  • ৫. এডমিন প্যানেল বাংলা করার জন্য bn.mo ফাইল আপলোড করা। প্রয়োহনে bn.po ফাইলটি সম্পাদনা করা। কনফিগারেশন ফাইলে প্রয়েজনীয় কোড সম্পাদনা করা। অথবা,
  • এডমিন প্যানেলের ইংরেজী শব্দগুলো ধরে ধরে বাংলা করা
  • ৬. এডমিন প্যানেলের ফন্ট স্টাইল, সাইজ পরিবর্তনের জন্য সিএসএস ফাইল সম্পাদনা করা।
  • ৭. বিভিন্ন স্থানে wordpress শব্দটি মুছে দেয়া
  • ৮. বাংলা সাইটরে উপযুক্ত ব্যানার বানানো এবং তা image ফোল্ডারে রিপ্লেস করা।

style.css ফাইলটি সম্পাদনা

মনে করি আপনার সাইট yoursite.com এবং আপনার থিম classic তাহলে আপনার style.css ফাইলের পাথ হবে yoursite.com>wp-content>theme>classic>style.css
ফাইলটি সম্পাদনা করার আগে ব্যাকআপ নিয়ে নিন। সমস্যা হলে আগের ফাইলটি পূন:স্থাপন করে নিবেন।

১. ফন্ট স্টাইল

ফাইলের যেখানে
font-family: ‘Lucida Grande’, ‘Lucida Sans Unicode’, Verdana, sans-serif;
আছে সেখানে SolaimanLipi শব্দটি যুক্ত করে দিন। নিচের মতো করে দিন
font-family:SolaimanLipi,’Lucida Grande’, ‘Lucida Sans Unicode’, Verdana, sans-serif;

২. ফন্টসাইজ

বাংলা ফন্ট একটু বড় না হলে ভাল দেখায় না তাই সব জায়গায় ফন্ট সাইজ দুই করে বাড়িয়ে নিতে পারেন
font-size: 11px; এর জায়গায়
font-size: 13px; করে দিন

পর্বঃ দুই:ওয়ার্ডপ্রেস থিমের ইংরেজী শব্দগুলোকে বাংলা করা

19 thoughts on “পর্ব-১: ওয়ার্ডপ্রেস দিয়ে বাংলা ভাষার ওয়েবসাইট বানানোর পদ্ধতি”

  1. ধন্যবাদ Mir Hossain Khandakar. আসলে এটা এক কথায় বলা যাবে না। সি-প্যানেলের উপর নিয়মিত টিউটরিয়ালের মাধ্যমে হোস্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যেতে পারে। আশা করি কিছু দিন পরে এ ব্যাপারে টিউটরিয়াল নিয়ে আসতে পারবো।

  2. মোঃ জসীমউদ্দীন

    আমি ওয়ার্ডপ্রেস থেকে ডোমাইন কিনটে চাই। আমার কোন কেডিট কাড নাই। জানালে খুশি হবো।

  3. ৫. এডমিন প্যানেল বাংলা করার জন্য bn.mo ফাইল আপলোড করা। প্রয়োহনে bn.po ফাইলটি সম্পাদনা করা। কনফিগারেশন ফাইলে প্রয়েজনীয় কোড সম্পাদনা করা।

    bn.mo এই ফাইলটি কোথা থেকে আপলোড করব ?

Leave a Comment